একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের চূড়ান্ত রায় ২ মার্চের পরিবর্তে আগামী ৮ মার্চ দিন রেখেছেন আদালত।
আজ বুধবার দুপুরে এ মামলায় চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আগামী ২ মার্চ আপিলের রায় ঘোষণার দেন।
কিন্তু কিছু পরেই প্রধান বিচারপতি জানান, তিনি ২ মার্চ দেশের বাইরে থাকবেন। তাই ওই দিনে এ মামলার চূড়ান্ত রায় দেওয়া সম্ভব হবে না। তাই আদালত আগামী ৮ মার্চ এ মামলার রায়ের দিন পুনর্নির্ধারণ করেন বলে জানান মীর কাসেম আলীর আইনজীবী ব্যারিস্টার তানভীর আল আমিন।
আজ বুধবার সকাল ৯টার কিছু পরে মীর কাসেম আলীর আপিলের শুনানি সপ্তম দিনের মতো শুরু হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
Read More News
প্রথমে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সমাপনী বক্তব্য দেন।