এনক্রিপশন ভাঙতে অ্যাপল কে নির্দেশ দেয় এফবিআই

সম্প্রতি সান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের মূল হোতা সৈয়দ রিজোয়ান ফারুক এর ফোনের এনক্রিপশন ভাঙতে টেক জায়ান্ট অ্যাপল কে নির্দেশ দেয় এফবিআই। তবে অ্যাপল প্রধান টিম কুক এতে অসম্মতি জানান।

সম্প্রতি সান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের মূল হোতা সৈয়দ রিজোয়ান ফারুক এর ফোনের এনক্রিপশন ভাঙতে টেক জায়ান্ট অ্যাপল কে নির্দেশ দেয় এফবিআই। তবে অ্যাপল প্রধান টিম কুক এতে অসম্মতি জানান। সাইবার সিকিউরিটি এক্সপার্ট জন ম্যাকাফি জানান, তিনি আইফোনের ব্যাকডোর সফটওয়্যার তৈরি ছাড়াই সান বার্নার্ডিনো হত্যাকারীর আইফোনের এনক্রিপশন ভেঙে তথ্য উদ্ধার করে দিবেন। আর এজন্য তিনি কোন অর্থ নেবেন না। বিজনেস ইনসাইডারে দেয়া এক আর্টিক্যালে এ কথা জানান ম্যাকাফি। উক্ত আর্টিক্যালে তিনি আরও দাবি করেন এই এনক্রিপশন ভাঙতে তাদের সময় লাগবে তিন সপ্তাহ। গ্রাহকদের উদ্দেশ্যে এক চিঠিতে কুক জানিয়েছিলেন, আইফোনের ব্যাকডোর বানাতে আমাদেরকে এফবিআই অনুরোধ করেছে। তিনি বলেন, সরকার অ্যাপলকে তাদেরই গ্রাহকদের হ্যাক করতে বলছে। আর কয়েক দশক ধরে আমাদেরগ্রাহকদের সুরক্ষায় ব্যবহৃত উন্নত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার আহ্বান জানিয়েছে। এই গ্রাহকদের মধ্যে উচ্চ মানের হ্যাকার থেকে শুরু করে সাইবার অপরাধীদের মতো মানুষসহ কোটি মার্কিন নাগরিক রয়েছেন। আর এটি করলে অ্যাপল গ্রাহকরা নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সেই সঙ্গে এর প্রভাব এই মামলার গণ্ডি পেরিয়ে অনেক দূর পর্যন্ত যাবে বলেও মন্তব্য করেন তিনি। কুক আরও দাবি করেন, কোনো আমেরিকান প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করে তাদের বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিতে চাপ দেওয়া হয়েছে, এর আগে এমন কোনো নজির খুঁজে পাওয়া যায়নি। নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলি বিবিসি কে বলেন, ম্যাকাফি’র এই দাবির বিষয়ে তিনি সন্দিহান কেননা অন্যান্য ডিভাইসের তুলনায় আইফোন হ্যাক করার বিষয়টি অত্যন্ত কঠিন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *