মুস্তাফিজের সাথে বাৎসরিক চুক্তি করল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ২০১৬ সালের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ১৯ বছর বয়সী তরুণ বিস্ময় মুস্তাফিজুর রহমান।
অভিষেকের বছরেই দারুণসব রেকর্ড, ২০১৫ সালে বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিক সাফল্যে ভূমিকা রাখা আর বছর শেষে আইসিসির টিম অব দ্য ইয়ারে জায়গা করে নেবার পর বিসিবি যে মুস্তাফিজের সঙ্গে চুক্তিতে যাবে সেটি অনুমিতই ছিল।
মুস্তাফিজ ছাড়াও বিসিবির সাথে চুক্তিতে যোগ হয়েছেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান।
Read More News

তবে, বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন।
চোটের কারণে গত জুলাই এর পর আর মাঠে দেখা যায়নি রুবেলকে।
সোমবার বিসিবির প্রকাশিত নতুন বছরের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায় দেখা যায়, ১৪ সদস্যের সেই দলে জায়গা হয়নি ব্যাটসম্যান এনামুল হক এবং বোলার সফিউল ইসলামেরও।
এছাড়া দলে আর বড় কোন পরিবর্তন নেই।
যথারীতি বোর্ডের সঙ্গে চুক্তিতে রয়েছেন মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, নাসির আর আরাফাত সানি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *