প্রিয়াঙ্কা এবং দ্য রক একত্রে

একদিকে দীপিকার ‘ট্রিপল এক্স’, আরেকদিকে প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’। বলিউডের দুই সেনসেশন এখন চনমনে সময় কাটাচ্ছেন হলিউডে। ‘বেওয়াচ’ নিয়ে তো সবারই আগ্রহ একটু বেশি। ‘বেওয়াচ’ তারকাদের মধ্যে এবারে নতুন চমকের নাম প্রিয়াঙ্কা চোপড়া, কাজেই আগ্রহ একটু বেশি । গতকাল রোববার প্রিয়াঙ্কার সহশিল্পী ডোয়াইন জনসন, যিনি কি না ‘দ্য রক’ নামে সুপরিচিত— একটি ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। সেখানে ‘দ্য রক’ পাশেই বসে রয়েছেন প্রিয়াঙ্কা, আর সাথে রয়েছেন ছবির প্রায় সব তারকাই। ছিলেন আলেক্সান্দ্রা দাদারিও, জাক এফ্রন, কেলি রোরবাক, ইলফেনেশ হাদেরা ও জন বেস। একসাথে বসে খাওয়া-দাওয়া করছিলেন সবাই, পরিবেশও ছিল বেশ হাস্যোজ্জ্বল। একই ছবি প্রিয়াঙ্কা নিজেও আপলোড করেছেন ইনস্টাগ্রামে। তিনি জানান, শিগগিরই শুটিংয়ে কোমর বেঁধে নামছেন তাঁরা। শুভকামনা জানান পুরো ‘বেওয়াচ’ টিমকে।
Read More News

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *