নিলামে উঠছে ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী ইমেলদা মার্কোসের ‘বাজেয়াপ্ত অলঙ্কার’

ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী ইমেলদা মার্কোসের বাজেয়াপ্ত ২১ মিলিয়ন ডলারেরও বেশি অলঙ্কার নিলামে তুলছে  সরকার। ফার্দিনান্দের ছেলে মার্কোস জুনিয়র আগামী মে মাসের নির্বাচনে জিতলে ‘অলঙ্কার বিক্রি’ আটকে যেতে পারে এমন ধারণায় তাড়াহুড়ো করে নিলাম সম্পন্ন করা হচ্ছে। খবর বিবিসির।  প্রসঙ্গত, মার্কোস জুনিয়র আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন।  একুশ বছর ক্ষমতায় থাকার পর ১৯৮৬ সালে ফার্দিনান্দকে উৎখাত করা হয়। পরবর্তী সরকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ফার্দিনান্দ পরিবার বিপুল সম্পদের মালিক হয় এমন অভিযোগে ইমেলদা ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করে, যার মধ্যে অলঙ্কারগুলোও আছে। নব্বই দশকের মাঝামাঝি সময়ে দুর্নীতির অভিযোগে ইমেলদা মার্কোসের ১২ বছরের কারাদণ্ড হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে ইমেলদা মুক্তি পান।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *