রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) একটি সূত্র নিশ্চিত করেছে, যুদ্ধক্ষেত্রে কুর্দি যোদ্ধা অসুস্থ হয়ে পড়ার পর গবেষণাগারের পরীক্ষায় সালফার মাস্টার্ড গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এই বিষাক্ত রাসায়নিক কারা ব্যবহার করেছে তা শনাক্ত করবে না ওপিসিডব্লিউ। কূটনীতিক জানিয়েছেন, আইএসের যোদ্ধারাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।কিন্তু ওপিসিডব্লিউ-র প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি, বলেছেন ওই কূটনীতিক।সাদ্দাম হোসেনের পতনের পর এই প্রথম ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা জানা গেল। অাগাষ্টে ইরাকি কুর্দিদের স্বায়ত্তশাসিত এলাকার রাজধানী ইরবিলের দক্ষিণ-পশ্চিমে আইএস জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় কিছু কুর্দি যোদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ওই সময় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর আগে ইরাকের প্রতিবেশী সিরিয়ায় অক্টোবরে মাস্টার্ড গ্যাস ব্যবহার করা হয়েছে জানিয়েছিল ওপিসিডব্লিউ।
Read More News