মাত্র কিছুদিন আগেই রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের খবরে শোরগোল পড়েছিল বলিউডে। কিন্তু ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের মাস খানেকের মধ্যেই নতুন করে প্রেমে পড়লেন রণবীর কাপুর?
রণবীর কাপুরের নতুন প্রেম—এ বিষয়টা নিয়ে অনেকেই ধন্দে পড়েছিলেন। শেষ পর্যন্ত মিড-ডে ডটকম জানিয়েছে, একাকিত্ব, বিরহ কিংবা ক্যাটরিনার বিচ্ছেদ ভুলতে নিজেই নিজেকে নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন রণবীর। আর সেই নতুন গাড়ির প্রেমেই এখন মত্ত আছেন এই তারকা অভিনেতা।
Read More News
৮ সংখ্যাটির প্রতি রণবীরের দুর্বলতা রয়েছে। ৮ সংখ্যাটি তাঁর ‘লাকি নম্বর’। নতুন করে সৌভাগ্য খুঁজতেই হয়তো রণবীর তাঁর এই নতুন গাড়িটির নম্বরপ্লেটে ৮ সংখ্যাটি বসিয়েছেন।
প্রসঙ্গত, একই মডেলের আরও একটি গাড়ি রয়েছে রণবীরের। অবশ্য ওই গাড়িটির রং সাদা।
গাড়ি নিয়ে রণবীরের এই মাতামাতিতে অনেকেই মন্তব্য করেছেন, গাড়ি আর পুরুষের মধ্যে বিশেষ সম্পর্ক আছে। আর রণবীরও নতুন করে নারী নয়, গাড়ির প্রেমে পড়ে ঠিকই করেছেন।
কে জানে বিচ্ছেদের কারণে ভেঙে পড়া মনটাকে চাঙা করতেই হয়তো তাঁর এই ‘নতুন প্রেম’!