মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত। ভারতের জনপ্রিয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ জানায়, ভারতের চন্ডীগড়ের ৪৮ বছর বয়সী শ্রী শ্রীনিবাসনই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন পাচ্ছেন।
এর আগে শনিবার মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি ৭৯ বছর বয়সী আন্তোনিন স্কালিয়া মারা যান। আর তার বদলেই শ্রীনিবাসনকে চাইছেন ওবামা। স্কালিয়া ২৫ বছর ধরে দুঁদে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Read More News
বিচারপতি মনোনয়নের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, দ্রুত বিচারপতি মনোনয়নের কাজ সেরে ফেলা আমার সাংবিধানিক দায়িত্ব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই কাজটা সেরে ফেলতে চাই।