কী ভাবে কাটবে তাঁদের এ বছরের ‘ভ্যালেন্টাইনস ডে’?
আসলে বছরটা ভালই শুরু করেছেন সানি। মস্তিজাদের ২৮ কোটির ব্যবসা হোক বা বিতর্কিত সাক্ষাত্কারের পর গোটা বলিউ়ডের সমর্থন— ভালই এগোচ্ছিল সব কিছু। আমির খানের সঙ্গে স্পেশাল লাঞ্চও পেজ-থ্রির হে়ডলাইনে। কিন্তু হঠাত্ই আইনি ঝামেলায় বিপর্যস্ত সানি ‘ভ্যালেন্টাইনস ডে’ দেশের বাইরে কাটানোরই প্ল্যান করেছেন। তাই দু’দিন আগেই স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পাড়ি দিলেন লস অ্যাঞ্জেলসে।
Read More News
সানির জন্য কোনও স্পেশাল গিফট কিনেছেন নাকি ড্যানিয়েল?
না! সে কথা এখনই শেয়ার করতে চান না তিনি। তবে জানালেন, ‘‘আমার মনে পড়ছে এক বছর আমরা স্পেশাল ডিনার করেছিলাম, কোনও এক বছর প্যারাশুট জাম্প করেছিলাম…। দেখি এ বছর কী হয়।’’
এক্সপেরিয়েন্স তো শেয়ার করলেন ড্যানিয়েল। ওঁদের এ বারের প্ল্যানটা আপনি গেস করবেন নাকি?