শিক্ষামন্ত্রী তিন দিনের সফরে সিঙ্গাপুরে

তিন দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রবিবার শিক্ষামন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সফরকালে শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষকসহ কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা অবকাঠামো উন্নয়ন বিষয়ে সিঙ্গাপুরের সরকারের সাথে আলোচনায় মিলিত হবেন। সিঙ্গাপুর সফরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও রয়েছেন-শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল সেক্রেটারিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খুরশিদ আলম এবং স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরান।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *