নাইজেরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলীয় দু’টি গ্রামে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ব্যাপক তাণ্ডবে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইয়াকশিয়ার ও কাচিফা এলাকায় শুক্রবার ও শনিবার এ হামলা চালায় তারা। তাদের এ হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানান ওই বাসিন্দা। শুধু তাই নয়, এ সময় বোকো হারাম সদস্যরা গ্রামবাসীর অনেক মূল্যবান জিনিস ও গৃহপালিত পশু লুটে নেয়। দু’টি গ্রামে হামলার পেছনে সংগঠনটির একই সদস্যরা জড়িত বলেও জানান ওই বাসিন্দা। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় উত্থানের পর জঙ্গি সংগঠনটি দেশটিতে অন্তত সতেরো হাজার মানুষকে হত্যা করেছে। এছাড়া তাদের তাণ্ডব থেকে বাঁচতে অন্তত ২৬ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে।
Read More News