জ্বালানি তেলের টানা দরপতনে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মধ্যে সপ্তাহ শেষে তেলের দরের ঊর্ধ্বগতির খবর দিয়েছে বিবিসি।অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেল যুক্তরাষ্ট্রে শুক্রবার প্রায় ৩০ ডলারে উঠেছে। দাম বৃদ্ধির হার ১২ শতাংশ।
২০০৯ সালের পর একদিনের মধ্যে তেলের দর এতটা কখনও বাড়েনি। বৃহস্পতিবার দর নেমেছিল ২৬ ডলারে, যা ১২ বছরের মধ্যে ছিল সবচেয়ে কম।
Read More News
বিশ্লেষকরা বলছেন, ওপেকভুক্ত দেশগুলো তেল উত্তোলন কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে তার প্রভাব পড়েছে বাজারে।
দর বৃদ্ধির আগেই সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী বলেছিলেন, তেল উত্তোলন কমিয়ে দিতে ওপেক দেশগুলো তৈরি আছে।
এই বিষয়ে ওপেক দেশগুলো সমঝোতার দ্বারপ্রান্তে বলে জানিয়েছিলেন ভেনেজুয়েলার তেলমন্ত্রীও।
তেলের দাম এই বছরের মধ্যে প্রতি ব্যারেল ৫০ ডলারের উপরে নিতে যুক্তরাষ্ট্রও উত্তোলন কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে