গভীর রাতে লং ড্রাইভে সালমানের পাশে ক্যাটরিনা

রণবীরের সঙ্গে প্রেমে বিচ্ছেদের পর ক্যাটরিনার দিন নেহাত খারাপ যাচ্ছে না। গুঞ্জন উঠেছে ক্যাট এখন ফের পুরনো প্রেমিক সালমানের নৌকায় উঠতে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা গেছে। এমনকি গভীর রাতে দু’জনে লং ড্রাইভেও যাচ্ছেন। পরেরটা তো তারা দু’জনেই জানেন। কথায় বলে, নদীর এক কূল ভাঙে, আরেক কূল গড়ে। বলিউড তারকাদের প্রেম, ভালবাসা, সংসারও যেন সেই ক্ষরস্রোতা নদীর মতোই। উন্মাদনা নিয়ে বয়ে চলে, বাধা পেলে দিক বদলায়, ভাঙে-গড়ে। প্রেমকুমার সালমান খানের সঙ্গে ক্যাটরিনার রোমান্সের খবর এক সময় বলিউডে ছিল ‘হট টক’। একসময় সেই ভালবাসায় চিড় ধরে। ক্যাট গাঁটছড়া বাঁধেন তারুণ্যে ভরপুর রণবীর কাপুরের সঙ্গে। বিয়ের আগেই এক ছাদের নিচে ‘ঘর-সংসার’ শুরু করেন দু’জনে। দেশে দেশে, সমুদ্র সৈকতে, হোটেল-রিসোর্টে বিবাহপূর্ব ‘হানিমুন’ করতে গিয়ে পাপারাজ্জির ক্যামেরায় একাধিকবার ধরা পড়েছেন এ জুটি অবশেষে যখনই বিয়ের ঘোষণা দেওয়ার কথা বলে দু’জনে মিডিয়ায় নতুন করে আলোচনা তুললেন, তখনই ভাঙনের সুর বেজে উঠলো। কিছুদিনের মধ্যেই ছাদ আলাদা হয়ে গেল দু’জনের। তবে কেউ যেন তাতে বিমর্ষ নন। বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন দু’জন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *